০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আমাদের সম্পর্কে

ডিজিটাল বাগেরহাট নিউজ –আপনারই কণ্ঠস্বর। বাগেরহাট জেলার মানুষের কথা, চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ, সম্ভাবনা ও সংগ্রামের গল্প তুলে ধরার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে ডিজিটাল বাগেরহাট নিউজ। এটি একটি আধুনিক, নিরপেক্ষ ও প্রগতিশীল অনলাইন সংবাদমাধ্যম, যা আপনাকে প্রতি মুহূর্তে আপডেট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা বিশ্বাস করি – “সংবাদ শুধু তথ্য নয়, এটি পরিবর্তনের হাতিয়ার।” সেই ভাবনা থেকেই বাগেরহাটের প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের কাহিনি আমরা তুলে ধরতে চাই। কারণ, আমাদের লক্ষ্য শুধু খবর পরিবেশন নয়; আমরা চাই সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে, সত্য ও সুন্দরের পক্ষে অবস্থান নিতে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বাগেরহাট জেলার স্থানীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে তুলে ধরা। গণমানুষের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কণ্ঠস্বর হয়ে ওঠা। তরুণ প্রজন্মকে তথ্য সচেতন ও সমাজমনস্ক করে তোলা। সত্য, সাহসিকতা ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। বাগেরহাট ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তুলে ধরা।

একই সাথে আমরা, জাতীয় ও আন্তর্জাতিক খবর, রাজনীতি, প্রশাসন ও অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি, সংস্কৃতি ও বিনোদন, খেলাধুলা ও যুব সমাজ, বিশেষ প্রতিবেদন ও অনুসন্ধানী সংবাদ তুলে ধরতে চাই।

আমরা কোন রাজনৈতিক এজেন্ডা বহন করি না। আমরা কারো প্রচারণার হাতিয়ার নই। আমাদের প্রতিশ্রুতি – সত্যের পক্ষে নির্ভীক থাকা।

প্রযুক্তিনির্ভর আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে, আমরা আপনাদের হাতে দ্রুত খবর পৌঁছে দিতে ওয়েবসাইট ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়ভাবে কাজ করছি।

ডিজিটাল বাগেরহাট নিউজ শুধু একটি নিউজ পোর্টাল নয়, এটি  বাগেরহাটবাসীর মুখপাত্র।

আপনিও হতে পারেন এই যাত্রার অংশ। আপনার চারপাশের ঘটনাগুলো আমাদের জানান, আমরা তুলে ধরবো সবার সামনে।