বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে অপসাংবাদিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, ‘গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূল কাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত।’
মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’
বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাটে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেন কর্মশালায় বক্তব্য দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বাগেরহাটের গণমাধ্যমকর্মীর মাঝে সনদপত্র বিতরণ
করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।