সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে মারধর ও ভাঙচুরের দুই পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মানিকগঞ্জের আদালত।
এর আগে বৃহস্পতিবার সকালে হত্যাসহ কয়েকটি মামলার শুনানিতে অংশ নেয়ার জন্য মমতাজকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। কয়েক ঘণ্টা আদালতে অবস্থানের পর কার্যক্রম শেষে কারাগারে ফিরিয়ে নেয়ার সময় আইনজীবীসহ বিক্ষুব্ধ এলাকাবাসী মমতাজের ওপর চড়াও হন। এ সময় মমতাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তড়িঘড়ি মমতাজে ভ্যানে তুলে দ্রুত আদালত অঙ্গন ত্যাগ করেন।