বাগেরহাটে নিয়োগ বিধি পরিবর্তন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে স্বারকলিপি প্রদান করেছে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। বুধবার (২১ মে) দুপুরে তারা প্রথমে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি ও পরে সিভিল সার্জন ডাঃ আ স মো মাহবুবুল আলমের নিকট এই স্বারকলিপি প্রদান করেন।
এসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের বাগেরহাট জেলা শাখার সভাপতি আসলাম হুসাইন ফরাজী, সাধারণ সম্পাদক কে এম মাসুদ হোসাইন, রিয়াজুল ইসলাম, জালাল উদ্দিন, সাইফুন্নাহার, ইলিয়াস হোসেন, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, মুক্তা বেগম, মোঃ আলামিন, মিলন শেখ, হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিযোগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং–এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি।
তারা বলেন, আগামী ২৪ মের মধ্যে চুড়ান্ত দাবী মানা না হলে আগামী ২৫ ও ২৬ মে ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্তরে অবস্থান কর্মসূচী পালন করা হবে।