১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে মাহাতাব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাট মাহাতাব শেখকে নৃশংস ভাবে পিটিয়ে ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। সকালে কামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নিহতের বোন রোমেছা বেগম রুমি, মারুফা বেগম, ভাইপো মহসিন শেখ, ভাই ওহাব শেখ, লিটন শেখ, রিপন শেখ, চাচাত ভাই আশরাফ হোসেন, মান্নান শেখ, মিজান শেখ ও লুৎফার রহমান শেখ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মাহাতাব শেখকে নৃশংস ভাবে পিটিয়ে ও বিষাক্ত ইনজেকশন পুশ করে  হত্যা করা হয়েছে। যা তিনি মারা যাওয়ার পুর্বে স্বজনদের বলে গেছেন। কিন্তু প্রভাবশালী আসামীরা মামলা ভিন্ন খাতে নেয়ার জন্য নানা কল্পকাহিনী তৈরি করছেন।

মামলার অন্য আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান বক্তারা।
১৭মে দুপুরে নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ৫জনের নাম উলে­খসহ আরো ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপনকে গ্রেফতার করে।

নিহত মাহাতাব শেখ ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা ৪নং ওয়ার্ডের সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই।

বিষয়