০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার খাউলিয়া ইউনিয়নে উন্মুক্ত এক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আগামি অর্থ বছরের সম্ভাব্য বাজেট উত্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বাজেটের ওপর বক্ততা করেন প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বা, ইউপি সদস্য মো. কামরুজ্জামান খান, সিএসও প্রতিনিধি মোসা. সুফিয়া বেগম, আব্দুর রশিদ শেখ, আবুল হোসেন, নাইম ইসলাম প্রমুখ।

বক্তারা, ইউনিয়ন পরিষদের আগামি অর্থ বছরের বাজেটকে খাত ভিত্তিক প্রনয়ন করার জন্য প্রস্তাব করেন। বক্তারা পানি ও সেনিটেশন, কৃষি খাত, রাস্তা মেরামত, পুল মেরামত, সুইচ গেট তৈরীসহ প্রতিটি খাতে আলাদা আলাদা ভাবে বাজেট বরাদ্ধ দেয়ার প্রস্তাব করেন।

প্রস্তাবে অনুষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন তিনি খাত ওয়ারী বাজেট প্রনয়নের ব্যপারে ব্যবস্থা গ্রহন করবেন।

বিষয়