০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে কাজী শিপন

দেশে এই মুহুর্তে ভোট হলে বিএনপি অন্তত ২৯০ আসন পাবে

ষড়যন্ত্রকারী এখনও তাদের ষড়যন্ত্র অব্যহত রেখেছে। দেশে এই মুহুর্তে জাতীয় নির্বাচন হলে বিএনপি ২৯০ টি আসন পাবে। এজন্য চিলড্রেন পার্টি বা ধর্ম ব্যবসায়ী ও অন্য ব্যবসায়ীরা কোন কায়দায় ক্ষমতায় যেতে পারে সেই চক আঁকছে। এরা বিগত ফ্যাসিস্ট সরকার থেকে আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠবে। কিন্তু আমরা এক ফ্যাসিস্ট বিদায় করে আর একটি ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে চাই না।

 

সোমবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়ন পরিষদ চত্তরে বিএনপির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী কাজী খায়রুজ্জামান শিপন একথা বলেন।

ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল জব্বার মোল্লা, বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন, গোলাম রসুল বাবুল, মোঃ খলিলুর রহমানসহ বিএনপি ও তার অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জ ও শরণখোলা ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হবে।

বিষয়