বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পুরাকীতির নিরাপত্তা ও সুরক্ষায় স্থানীয় জনসাধারনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট জাদুঘরের সেমিনার কক্ষে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে এসময় অন্যান্যগেদর মধ্যে বক্তব্য দেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক পরিচালক লেখক ও প্রত্নগবেষক মোহাঃ মোশাররফ হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের সহকারী পরিচালক মোঃ গোলাম ফেরদৌস, বাগেরহাট জাদুঘরের কাস্টডিয়ান মোঃ যায়েদ প্রমুখ।
বক্তারা, বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পুরাকীতির নিরাপত্তা ও সুরক্ষায় স্থানীয় জনসাধারনের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।