০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই- প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সাকলে বাগেরহাট খামারবাড়িতে এই ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।

এসময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত উপপরিচালক রমেশ কুমার শোষ, সিনিয়র মনিটরিং অফিসার ধীমান মজুমদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা সঞ্জয় দত্ত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাতসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক-কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাগেরহাট খামারবাড়ি কৃষক প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিষয়