০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো: মোমিনুর রহমান।

এসময় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু শেখ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: রিয়াজুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আসুদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছাইদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসি প্রমুখ।

বক্তারা মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়