০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

মোংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। মোংলা বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে  এই  অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। সোমবার ১৬ জুন সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

অভিযানকালে মোংলা হতে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহনের যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হয়। অতঃপর যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিতে পরিবহন কর্তৃপক্ষকে বাধ্য করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ ভাড়া আদায় না করার অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জনসাধারণের অধিকার সংরক্ষণ, হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ মানুষ যাতে ন্যায্য সেবার বাইরে কোনো আর্থিক চাপের সম্মুখীন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে কোস্টগার্ডের  প্রেসরিলিজে উল্লেখ করা হয়।##

বিষয়