০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

লিফলেট বিতরন কালে জনগনের সাথে কথা বলছেন ইঞ্জিনিয়ার অ্যাড. মাসুদ রানা।

বাগেরহাটের চিতলমারীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিতলমারী উপজেলা সদরে অনুষ্ঠিত বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী  ইঞ্জিনিয়ার অ্যাড. মাসুদ রানা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চিতলমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো: মোমিনুল ইসলাম টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য রুনা গাজী,  যুবদলের সদস্য সচিব আছাদ, সাবেক ছাত্রদলের আহবায়ক  ইউনুস আলীসহ বিভিন্ন স্থানীয় বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

ইঞ্জিনিয়ার অ্যাড. মাসুদ রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

বিষয়