০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে উফশী আমন ধান, সবজী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের সামনে এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান।

 

এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাতসহ কৃষকদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা, সরকারী এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

 

২০২৪-২৫ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে উফশী আমন ধান, সবজী বীজ ও সার সহায়তা কর্মসূচীর আওতায় এই বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস এই বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বাগেরহাট সদর উপজেলার ১হাজার ৮০ জন কৃষক ৫কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার এবং ১৫০ জন কৃষক সবজী বীজ ও সার বিনামূল্যে গ্রহন করে।

বিষয়