০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
তারুণ্যের উৎসব উপলক্ষে

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের বিতরণ

বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা মাঠে এই গাছের চারা বিতরণের উদ্বোধন করেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন।

এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, অধ্যক্ষ আসলাম উদ্দিনসহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের গাছের চারা রোপন ও পরিচর্যায় উদ্বৃদ্ধ করতে পারলে এদেশে বৃক্ষের সংখ্যা বৃদ্ধি পাবে। এই লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীকে ৪টি করে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে।

পরে সদর উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বিষয়