সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট নেছার উদ্দিন শফি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম ভাই, পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির প্রমুখ।