০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

বাগেরহাটে হ্যামকো মেটাল ইন্ডাষ্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৯ ডাকাত আটক : লুন্ঠিত কোটি টাকার মালামাল উদ্ধার

বাগেরহাটে হ্যামকো গ্রুপের ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে লুন্ঠিত এক কোটি ২ লক্ষ টাকার মালামাল। বুধবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার তার কার্যালয়ে প্রেস ব্রিফিং এই তথ্য জানান।
তিনি বলেন, বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের সীতাকুন্ডে অভিযান চালিয়ে লুন্ঠিত হওয়া মালামালসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা থেকে ৫ জন ও ফকিরহাট থেকে ২ জনকে গ্রেফকরা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামের আঃ ছাত্তারের ছেলেন স্বপন হোসেন, বরিশালের আগলঝরা থানার আদম আলী খানের ছেলে জলিল খান ওরফে মাসুদ, রাজবাড়ি সদর উপজেলার হোসেন আলীর ছেলে জয়নাল ফকির ওরফে জিয়া হাজারী, চাঁদপুর জেলার উত্তর মতলব থানার ছিদ্দিক মৃধার ছেলে ইকবাল হোসেন, ভোলার বোরহান উদ্দীন থানার চাঁনমিয়ার ছেলে আল আমীন, নোয়াখালী জেলার সেনবাগ থানার গোলাম সরোয়ারের ছেলে গোলাম মোর্তজা, চট্টগ্রামের সীতাকুন্ডু থানার মাহামুদুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম, বাগেরহাটের ফকিরহাট থানার ইউছুপ আলীর ছেলে আঃ রহমান ও খুলনার রুপসা থানার ইব্রাহিম শেখের ছেলে রহমত শেখ।

গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা কোম্পানির গুদামে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে রাত ৪টার দিকে পালিয়ে যায়। পরে নিরাপত্ত কর্মীরা বাঁধন খুলে কর্তৃপক্ষকে বিষয়টি জনান। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। এঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিষয়