০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে কোডেক এনগেজ প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেকের  এনগেজ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোরেলগঞ্জ উপজেলা  পরিষদ মিলনায়তনে এই কর্শালার  প্রধান অতিথি  হিসাবে  উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল্লাহ।

 

অবহিতকরণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সিনিয়ন মংস্য কর্মকর্তা রনজিত কুমার, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস,  উপজেলা কৃষি অফিসার মো: সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইফতেখার উদ্দিন,  উপজেলা শিক্ষা অফিসার এস এম মোর্শেদ,   নেটজ বাংলাদেশের  প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন,  কোডেকের পারসা সানজানা,  বাগেরহাট কোডেকের ফোকাল পারসোন  সৈয়দ মাহাবুবুর রহমান,  প্রকল্প সমন্বয়কারী কাজী আলিয়া মান্নান জুগনুসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, কলেজ এবং স্কুল শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা, স্থানীয় এনজিও প্রতিনিধি বৃন্দ।

 

কর্মশালার মাধ্যমে এলাকার সুশীল সমাজ তাদের এলাকার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের সমাধানের সুযোগগুলো উল্লেখ করেন এবং তাদের সহযোগীতার প্রতিশ্রুতি দেন। সবাই মিলে এই জলবায়ু হটস্পট এলাকার জলবায়ুদ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা সমাধানে একযোগে কাজ করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

 

স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনের মাধ্যমে সংগঠিত পরিবেশগত মানবাধিকার কর্মীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপদাপন্নতার ফলে সৃষ্ট সবচেয়ে দুর্দশাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা লক্ষ্যে  ইউরোপিয়ান ইউনিয়ন এবং   নেটজ বাংলাদেশের যৌথ অর্থায়নে, কোডেক মোরেলগঞ্জ, শরণখোলা, ইন্দুরকানী এবং মঠবাড়িয়াতে হিউম্যান রাইটস ফর এ জাস্ট ট্রান্সিশন : স্ট্রেইনথদেনিং লোকাল সিএও ট্রান্সফরমিং কলাইমেট হটস্পট ইনটু রেজিলেন্স কমিউনিটিস (এনগেজ) প্রকল্প বাস্তবায়ন করছে এবং এই লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

বিষয়