বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীকে চোখ বেধে জোড়পূর্বক গাড়ীতে তুলে অপহরনের চেষ্টা করেছে একদল দুবৃত্তরা। পুলিশ অভিযান চালিয়ে হাই এক্স মাইক্রোসহ ৪জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আমতলি বাজার এলাকায়। এ ঘটনায় অপহৃত ওই ব্যবসায়ীর স্ত্রী ময়না বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের আমতলী গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান হাওলাদার (৪৫) কে রবিবার সকালে অঅমতলী চৌরাস্তার মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন এসময় হাই এক্স কালো রঙের একটি মাইক্রো গাড়ী থেকে নেমে ১০/১২জনের একটি দুবৃত্তদল কিছু বুঝে উঠার আগেই ওই ব্যবসায়ীকে টানা হেচড়া করে দেশীয় অস্ত্র ধরে জোড়পূর্বক গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন বাধা দিলে তাদেরকেও মারপিট করে জিয়াউরকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশের বিশেষ সেবা ৯৯৯ নম্বরে ফোন এবং থানা ওসিকে জানালে পুলিশ গাড়ীটি ফেরীঘাট এলাকায় আটক করে গাড়ীতে থাকা লোকজনের অনেকেই পালিয়ে যায় তবে ড্রাইভারসহ খুলনার বটিয়াঘাটার দক্ষিন মাথাভাঙা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫), তার ভাগ্নে তেতুলতলা গ্রামের মোয়াজে¥ম হাওলাদার (৩৮) এবং মোরেলগঞ্জে হোগলাবুনিয়া গ্রামের খলিলুর রহমান শেখ ( ৩৫) সহ ৪ জনকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। এসময় অপহরনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে।
অপহৃত ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ১০/১২জনের একটি অপহরণকারী দল চায়ের দোকান থেকে জোড়পূর্বক চোখ বেধে গাড়ীতে তুলে মারপিট করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। তিনি ভারতের ব্যাঙ্গালোর শহরে ৮বছর ধরে ভাঙাড়ী ব্যবসা করতেন। দুই দিন আগে বাড়ীতে এসেছেন। তার পরিবারে স্ত্রী ২ ছেলে, বৃদ্ধ মাতা ও ১টি বোন রয়েছে।
স্ত্রী ময়না বেগম তার ছেলে আরিফুল ইসলাম, স্থানীয় গ্রামবাসী কামরুল ইসলাম , দলিল কবিরাজ, জামাল আকন, জাহিদুল শরীফ, মজিবর শেখসহ একাধিকরা এ ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমান বলেন ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ফেরীঘাট থেকে অপহৃত ওই ব্যাবসায়ী জিয়াউর রহমানকে উদ্ধার করা হয়। এসময় হাই এক্্র একটি মাইক্রোবাসসহ ৪জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অপহৃতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে থানায় একটি অপহরনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোরেলগঞ্জে চোখ বেধে গাড়ীতে তুলে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ৪
-
মোরেলগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ ১০:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- 18
বিষয়
জনপ্রিয়