বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ও শনিবার স্থানীয় নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দুপুরে ফকিরহাট উপজেলার শাহ আওলিয়ার এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
এসময় ফকিরহাটের বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মোল্লাহাটে উপজেলার বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি সেলিম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের প্রতিটি আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়।”
তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ের এক নির্ভীক কণ্ঠস্বর। তিনি বারবার অন্যায়ের কাছে মাথা নত করেননি। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অংশ নিতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।