“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ।
জেলা মৎস্য অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।