০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবস

বাগেরহাটে নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্যেদিয়ে দিনে কর্মসূচী শুরু করে জেলা প্রশাসন। পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদদের স্মরনে নিরাবতা পালন, তাদের রুহের মাগফেরত কামনা করে, শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১১ টায় ছাত্রশিবিরের আয়োজনে রেলরোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দশানী গিয়ে আলোজনা সভা অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসও শহরে শোভাযাত্রা বের করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আলোচনা সভা করে।

এছাড়া জেলা বিএনপি, জেলা জামায়াত, ইসলামী আন্দোলনও পৃথক ভাবে শোভাযাত্র বের করে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতে চলে যান শেখ হাসিনা।

বিষয়