০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লবের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন,গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  ফায়জুল হক।

 

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: রিয়াদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম প্রমুখ।

 

আলোচকবৃন্দ বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা জনসচেতনতা তৈরিতে বিশেষভাবে কার্যকর হবে।

বিষয়