বাগেরহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের অনুকূলে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বাগেরহাট সমাজসেবা কার্যালয়ের পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, শহর সবার সেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব,স্বেচ্ছাসেবী সংগঠন শপলাফুলেন আজেরী আরবী নওরীন, বাঁধনের সোহাগ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে চল্লিশটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এই অনুদানের চেক বিতরণ করেন।