০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
পূজামণ্ডপ পরিদর্শন

স্বৈরাচারের পতনের পর হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে পূজা উদযাপন করছে- কাজী শিপন

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন কাজী খায়রুজ্জামান শিপন

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “স্বৈরাচারের পতনের ফলে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। এখন হিন্দু সম্প্রদায় নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা-অর্চনা করতে পারছে।”তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা বাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শিপন বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা বারবার হয়েছে। কিন্তু গণতান্ত্রিক শক্তির বিজয়ের ফলে এখন সংখ্যালঘু সম্প্রদায় নির্ভয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে। এটি একটি সুখবর।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলোকে সবার অংশগ্রহণে মিলনমেলায় পরিণত করতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

শিপন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, মোরেলগঞ্জ-শরণখোলায় কোন চাঁদাবাজের স্থান হবে না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তাদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে।

এ সময় শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি এবং তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিএনপি নেতাদের স্বাগত জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের পরিবেশ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

কাজী খায়রুজ্জামান শিপন দিনব্যাপী শরণখোলার বিভিন্ন পুঁজামন্ডপ পরিদর্শন করেন।

বিষয়