আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার নজির স্থাপন করেছেন বাগেরহাট-২ আসনের জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। শুক্রবার রাতে তিনি খান জাহান আলী মাজার এলাকা থেকে শুরু করে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে লাগানো তার ব্যানার, সাইনবোর্ড ও পোস্টার নিজ হাতে খুলে ফেলেন।
গভীর রাত পর্যন্ত নিজের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন স্থানে ঘুরে এগুলো অপসারণ করেন।
শেখ মনজুরুল হক রাহাদ বলেন, নিয়ম সবার জন্য সমান। নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে এবং জনগণের কাছে ইতিবাচক বার্তা দিতে আমি নিজেই ব্যানার পোস্টার খুলছি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এমন নির্দেশনা সকল প্রার্থীদের দিয়েছেন।
স্থানীয়দের অনেকে তার এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব প্রার্থীরই এমন সচেতন ভূমিকা রাখা প্রয়োজন।
আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট দুই আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন শেখ মনজুরুল হক রাহাদ।







