০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে মাদকবিরোধী ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাগেরহাটে মাদকবিরোধী ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরঘোনা কাঠালতলা মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  মোঃ শামীম হোসেন, জেলা ক্রীড়া অফিস হুসাইন আহম্মদ প্রমুখ।

 

বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং মাদকসহ সকল সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

টুর্নামেন্টে বাগেরহাট ও খুলনা জেলার মোট ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী দল খুলনার তেরখাদা দলকে ৩-০ সেটে পরাজিত করে।

 

খেলায় জাতীয় দলের ক্যাপ্টেন হরশিদ বিশ্বাস, খেলোয়ার ওমর ও ঢাকা লীগের সাবিকসহ তারকা ভলিবল খেলোয়ারবৃন্দ অংশ নেন।

 

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিষয়