কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৩ জনকে পুশইন করেছে ভারতের বিএসএফ। ২২ মে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর সাড়ে চারটার মধ্যে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করেছে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ বিজিবি’র টহল দল আটক করে।
বিজিবি জানায়, কমুয়া এলাকা দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং শিশু ৭ জন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জোরপূর্বক বিএসএফ বাংলাদেশে পুশইন করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক বাংলাদেশিরা বিজিবি’র হেফাজতে রয়েছে। যাচাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।