বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনকে নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে একটি নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৩ মে (শুক্রবার) উপজেলা ও পৌর বিএনপির প্যাডে সভাপতি,সম্পাদক সাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সহ-সভাপতি,বর্তমান জেলা আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন (বাগেরহাট-৪) মোরেলগঞ্জ-শরনখোলা থেকে ২০১৮ সালে মনোনয়ন পেয়েছিলেন,আসন্ন সংসদ নির্বাচনেও তিনি মোরেলগঞ্জ-শরনখোলা থেকে মনোনয়ন প্রত্যাশী।
কাজী শিপনকে নিয়ে একটি স্বার্থন্বেষী মহল কয়েকদিন ধরে নানাবিধ ষড়যন্ত্র করছে,তাহার দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা দেখে কাজী শিপন এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী ফ্যাসিস্টেট একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে সংবাদ মাধ্যমে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে মোরেলগঞ্জে কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন।
প্রতিবাদ বিবৃতিতে আরও বলা হয়েছে, কাজী শিপন মোরেলগঞ্জে বিএনপির গনজাগরন সৃস্টি এবং সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।মিথ্যা অভিযোগের সাজানো কাহিনী সংবাদ মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশবিশেষ। এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বিএনপি তথা মোরেলগঞ্জের বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্দ করছে । দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি পাশাপাশি মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি পরিবার, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শীপনের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল বলেন,বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন দীর্ঘ ১৭ টি বছর মোরেলগঞ্জ-শরনখোলায় বিএনপির সাংগঠনিক কর্মসূচী পালন করেছে,কাজী শিপন একমাত্র নেতা যে বিএনপির চরম সংকটময় মুহূর্তে মোরেলগঞ্জে প্রতিটি নেতাকর্মীর পাশে থেকেছেন,তার জনপ্রিয়তা দেখে এখন অনেকে তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে,অনেক বিএনপি নেতার ১৭ বছর খবর ছিলনা,এলাকায় দেখি নি,মামলা খেয়েছি,রক্ত ঝড়িয়েছি কেউ খবর রাখেনি কাজী শিপন ছাড়া। মোরেলগঞ্জের বিএনপির শান্ত রাজনীতিকে যারা অশান্ত করতে চায় তাদের স্থান মোরেলগঞ্জ,শরনখোলায় হবে না।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন,আমাদের নেতা কাজী খায়রুজ্জামান শিপন দীর্ঘ দুই যুগ ধরে মোরেলগঞ্জ,শরনখোলায় বিএনপির রাজনৈতিক সকল কর্মকান্ড পরিচালনা করছেন,তিনি একমাত্র নেতা মোরেলগঞ্জের বিএনপির দুঃসময়ে কান্ডারী,কোন ষড়যন্ত্র কাজী খায়রুজ্জামান শীপনের রাজনৈতিক ইতিহাস মুছে ফেলতে পারবে না,তিনি শহিদ জিয়ার আদর্শের সৈনিক। যারা বিএনপিতে উড়ে এসে জুড়ে বসেছেন,মোরেলগঞ্জের রাজনীতি নিয়ে যারা ষড়যন্ত্র করেন,তারা এসে দেখে যান কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে গাঁথা একটি নাম। উপজেলা ও পৌর বিএনপি তার সাথে ছিল,আছে থাকবে বলেও জানান তরুন এই নেতা।