একতা, সহযোগিতা ও উন্নয়ন এই স্লোগানে “বাগেরহাট অফিসার্স ফোরাম”এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। হযরত খানজাহান আলী (রঃ) মাজার এলাকায় পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর সম্মেলন কক্ষে বিসিএস ক্যাডারগণের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ মশিউর রহমানকে উপদেষ্টা এবং সাবেক সচিব ড. মো:ফরিদুল ইসলাম বাবলুকে আহবায়ক মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পিসি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন, অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির, সাবেক অতিরিক্ত সচিব কে এম কবীর আহমেদ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইরাদুল হক, এস এম মাহফুজুল হক, ডাক্তার এস এম আবু জাফর, বাবর আলী মীরসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান বিসিএস ক্যাডারবৃন্দ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন এবং দেশের উন্নয়নে সকলে অগ্রণী ভূমিকা পালন করলেও নিজ জেলা বাগেরহাট রয়েছে উন্নয়ন বঞ্চিত। বাগেরহাটের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের যে যেখানে আছে সেখান থেকেই সামর্থ্য অনুযায়ী বাগেরহাটের উন্নয়নে কাজ করতে হবে।