১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নিন্দার ঝড়

বিএনপি নেতা কাজী শিপনের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ নেতাকর্মীদের

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপিকে মোরেলগঞ্জ-শরনখোলায় নেতৃত্ব দিয়ে এসেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। দলের দুঃসময়ের হাল ধরা, বাগেরহাট-৪ আসন থেকে ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করা এই নেতাকে নিয়ে নানা প্রকার ষড়যন্ত্র চলছে বলে দাবী করেছেন এই এলাকার বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা।

 

তারা বলছেন, কাজী খায়রুজ্জামান শিপনের রাজনৈতিক কর্মকান্ডকে নানাভাবে প্রশ্নবিদ্দ করতে,দলীয় মনোনয়ন দৌড়ে পেছনে ফেলতে, তার ১৭ বছরের দুঃসময়ের বিএনপির কর্মকান্ডকে একটি মহল মুছে ফেলতে চাইছে। এ নিয়ে মোরেলগঞ্জ-শরনখোলায় বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সেসব চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অনেক নেতাকর্মী সেচ্ছায় পদত্যাগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌশলে প্রতিবাদ জানাচ্ছে।

মোরেলগঞ্জের ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর কাছে খোজ নিয়ে জানা যায়, বিগত সকল আন্দোলন সংগ্রামে মোরেলগঞ্জ-শরনখোলায় একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন কাজী খায়রুজ্জামান শিপন। যিনি তার সাংগঠনিক দক্ষতা, নেতাকর্মীদের প্রতি প্রগাঢ় ভালোবাসা দিয়ে মোরেলগঞ্জ-শরনখোলার সাহসী নেতৃত্বে ১৭ টি বছর বিএনপিকে শক্তিশালী করে রেখেছিলেন বলে দাবি তাদের।

 

মোরেলগঞ্জের তৃনমুল পর্যায়ের নবগঠিত ইউনিয়ন কমটির নেতাকর্মীরা দাবি করেছেন, মোরেলগঞ্জ-শরনখোলায় সুসময়ে বহু অতিথি নেতার বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে কাউকে দেখতে পাই নি। দলের যে কোন বিপর্যয়ের সময় মোরেলগঞ্জের রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের সকল গনতান্ত্রিক আন্দোলন-  সংগ্রামে অগ্রনি ভুমিকা রাখেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। পাশাপাশি  বিগত সরকারের সময়ে হামলা,মামলায় আহত নেতাকর্মীদের জামিন করা, হাসপাতালে তাদের পাশে থাকা নেতাকর্মীদের পাশে একমাত্র কাজী শিপনই ছিলেন। বর্তমান চলমান নানা ষড়যন্ত্রের তার দীর্ঘ রাজনৈতিক কর্মকর্ন্ডকে প্রশ্নবিদ্দ করার অপচেষ্টা মাত্র।

মোরেলগঞ্জ-শরনখোলার বিএনপিতে সফল ত্যাগী নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন জেলা বিএনপির এ নেতা। বিগত সময়ে বিএনপির যে কোন দলীয় কর্মসুচী আসলে,আন্দোলন সংগ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে নেমে পড়তেন তিনি এমনটাই বলছেন মোরেলগঞ্জের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মামলা খেয়েছেন,দিনের পর দিন আদালতের বারান্দায় নেতাকর্মীদের সাথে জামিন নিতে সময় কেটেছে তার। কিন্তু একটি একটি মহল তাকে ষড়যন্ত্রের জাল ফেলাতে শুরু করেছে।

 

বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন একজন সফল ব্যবসায়ী, বিএনপি রাজনীতি করার কারনে তার বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠানে বহুবার হামলা হয়েছে। রাজনীতি ও মোরেলগঞ্জ,শরনখোলার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে অর্থ, সবই ধংস করেছেন,এতোকিছুর পরেও তিনি মোরেলগঞ্জ,শরনখোলার বিএনপির নেতাকর্মীদের ছায়ার মত আগলে রেখেছেন, একবিন্দু নিজেকে আড়াল করেন নি।

 

মোরেলগঞ্জের বিএনপির নেতারা বলছেন, মোরেলগঞ্জ,শরনখোলার বিএনপির  দুঃসময়ের হাল ধরা ত্যাগী নেতা কাজী খায়রুজ্জামান শিপন কতটা জনপ্রিয় সেটা সদ্য শেষ হওয়া পবিত্র ঈদ-উল আযহার পরবর্তী সময়ে নেতাকর্মীদের সাথে ঈদ পুর্নমিলনী,শুভেচ্ছা বিনিময়ে প্রমান মিলছে। এসব দেখে কেউ তাকে চাঁদাবাজ, কেউ দলখবাজ বলে নানাবিধ মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। কিন্তু মোরেলগঞ্জের তৃনমুল বিএনপির নেতাকর্মীর মতে আওয়ামী সরকারের সময়ে মোরেলগঞ্জর অনেক বিএনপি নেতা দলের কঠিন সময়ে নিজেদের বাচাতে আড়ালে,আবডালে থেকেছেন। কিন্তু সেই সময়ে মোরেলগঞ্জ,শরনখোলায় একমাত্র কাজী খায়রুজ্জামান শিপন দলের সকল নির্দেশনা মেনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রেখেছেন কাজী শিপন। রমজানে ইফতার,ঈদের কাপড়,কোরবানির গোশত পর্যন্ত গোপনে নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দিয়েছেন কাজী খায়রুজ্জামান শিপন।

 

মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু বলেন, বিএনপির নেতাকর্মীরা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে দলের ভেতরে ও বাইরে অপশক্তি চক্রের কোন ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার সহ্য করবে না। তাকে ছাড়া কোন ডুমুরের ফুলকে মেনে নেওয়া হবে না।

কাজী খায়রুজ্জামান শিপনের বিকল্প নেতা বাগেরহাট -৪ আসনে এখন তৈরি হয় নি বলেও মন্তব্য করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল , পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

 

বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, দেশে গনতন্ত্র ও বিএনপিকে ক্ষমতায় আনতে কাজী খায়রুজ্জামান শিপন এর মত ত্যাগী নেতাদের দরকার। কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিষয়টি নজরে নিবেন বলেও আশা করেন তিনি।