১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বা‌গেরহা‌টে কৃষক‌দের নি‌য়ে পার্টনার ফিল্ড স্কুল কং‌গ্রেস অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার দিনব্যাপী বাগেরহাট সদর উপ‌জেলা প‌রিষদ অ‌ডিট‌রিয়া‌মে অনু‌ষ্ঠিত এই কং‌গ্রেসে প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ‌ছি‌লেন, বা‌গেরহাট কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের অ‌তি‌রিক্ত  উপপ‌রিচালক র‌মেস চন্দ্র ঘোষ।

এসময় অন্যান্যাদের মধ্যে বক্তব্য দেন, বা‌গেরহাট সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান, সদর উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা তন্ময় দত্ত, বা‌গেরহাট প্রেসক্লা‌বের সভাপ‌তি মো: কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সঞ্জয় ঘোষ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত  প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের দেয়া এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ভাবে উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি করতে হবে। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আসবে।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রাসফর‌মেশন ফর নিউট্রিশন এন্টার‌প্রেনর‌শিপ এন্ড রে‌সি‌লি‌য়েন্স ইন বাংলা‌দেশ (পার্টনার) এর আওতায় এই কং‌গ্রেস অনু‌ষ্ঠিত হয়।

বিষয়