০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
স্বচ্ছ ও জবাবদিহিতার এক উজ্জ্বল উদাহরণ

মোল্লাহাটে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচনে লটারির মাধ্যমে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় “ভিজিডি (ভিডব্লিউবি)” কার্ডের উপকারভোগী নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে উন্মুক্ত ও স্বচ্ছ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বাছাই অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাতটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “উন্মুক্ত লটারি পদ্ধতির মাধ্যমে উপকারভোগী নির্বাচন একটি স্বচ্ছ প্রক্রিয়া। এতে যার প্রাপ্য সে-ই নির্বাচিত হবে। এখানে কোন প্রকার পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যক কার্ড বরাদ্দ রয়েছে। আমরা চেষ্টা করছি যেন প্রকৃত সুবিধাভোগীরাই এই কার্ড পান। এটা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। আজকের লটারির মাধ্যমে প্রতিটি নির্বাচিত নামের পেছনে একটি স্বচ্ছ ও বিবেকবান প্রক্রিয়া কাজ করছে।”

সারা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে সুষ্ঠভাবে তালিকা চূড়ান্ত করা হয়।

অনুষ্ঠানটি ছিল গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিতার এক উজ্জ্বল উদাহরণ, যা উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বলছেন স্থানীয়রা।

বিষয়