০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে তাল ও আমের চারা বিতরণ

বাগেরহাটে কৃষকদের মাঝে তাল ও আমের চারা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের সামনে এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরাহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. মনির হোসেন।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত, বিএনপি নেতা রাসেল হোসেন প্রমুখ।

বক্তারা, সরকারের দেয়া এই চারাগুলি রোপনের সঠিক পরিচর্যার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ১৬৫ জন কৃষককের প্রত্যেককে ৫টি করে আমের চারা এবং ২৫০টি তালের চারা বিতরণ করা হয়।

বিষয়