বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও প্রারম্ভিক শৈশব উন্নয়ন বিষয়ক সেমিনার ও কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে বাগেরহাটের কোডেক ট্রেনিং সেন্টারে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান।
সিডি নেটওয়ার্কের সহ সভাপতি মাহামুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এসময় বক্তব্য দেন, বাংলাদেশ ইউনিসেফের এডুকেশন স্পেশালিষ্ট মৌরিন নিশাদ চৌধুরী, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপার্সন ড. মানজুর আহম্মেদ, ভাইচ চেয়ারম্যান মাহমুদা আক্তার, কোডেকের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার রায়সুল ইসলাম সম্রাট, ড. নিলিমা চোপড়া, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, কোডেকের বাগেরহাটের ফোকাল পারসোন সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এর নেতিবাচক প্রভাব, প্রতিকারে কমিউনিটির ভূমিকা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে শিশুর বিকাশ ও নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ জরুরি।
সেমিনারে বিভিন্ন স্তরের শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন।
এশিয়া প্যাসিফিক রিজনাল নেটওয়ার্ক ফর আরলি চাইল্ডহুড , বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক ও কোডেকের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।