০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে প্রকৌশলীর উপর হামলা

উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক আজিজ

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও তার মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক আজিজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় আহত প্রকৌশলীর পিতা ফকিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

লিখিত অভিযোগ, সিটিটিভি ফুটেজ ও বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের শেখ ওমর আলীর ছেলে বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক আজিজের বাড়িতে রাত দশটার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত আলীর নেতৃত্বে কয়েকজন গিয়ে হামলা চালায়। তারা তারেক আজিজকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারপিট করে। তাকে রক্ষা করতে তার মা রাফেজা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত তারেক আজিজকে উদ্ধার করে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

 

এঘটনায় প্রকৌশলীর পিতা শেখ ওমর আলী ফকিরহাট থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তার বাড়িতে হামলা করে, তার স্ত্রী ও ছেলেকে গুরুতর আহত করেছে। এসময় তার ছেলের নতুন আইফোন ও স্ত্রীর গলায় থাকা স্বর্নের চেন নিয়ে যায় প্রতিপক্ষরা।

 

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা শওকত আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: রাজ্জাক জানান, এবিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়