০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট-১ আসনে কোপিল কৃষ্ণ মণ্ডলকে বিএনপির মনোনয়ন দেয়ায় ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়

বাগেরহাট-১ আসনে বিএনপি থেকে কোপিল কৃষ্ণ মণ্ডলকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। মনোনয়ন বাতিলের দাবিতে গত দুই দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মূলঘর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মূলঘর ইউনিয়নের সুব্রত গোলদার, নিরঞ্জন বর্মণ, ভজন বিশ্বাস, মনোজ গায়েন, তুষার গায়েন, সঞ্জিত বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, দীপিকা বিশ্বাস, লিপিকা গোলদার ও নিরঞ্জন মজুমদার।

তারা বলেন, “আমরা একজন ত্যাগী, পরীক্ষিত ও জনগণের সঙ্গে সম্পৃক্ত প্রার্থী চাই। কিন্তু কোপিল কৃষ্ণ মণ্ডল কখনোই এই এলাকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক কিংবা সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তাকে আমরা আমাদের নেতা হিসেবে মানতে পারি না।” বক্তারা আরও অভিযোগ করেন, কোপিল কৃষ্ণ মণ্ডল মূলত আওয়ামী লীগের রাজনীতির একজন গুপ্তচর। তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে দল ও আন্দোলনের মারাত্মক ক্ষতি হবে। এজন্য অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও গ্রহণযোগ্য কাউকে প্রার্থী করার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যারা সুবিধাভোগী ছিলেন, তাদের দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষা সম্ভব নয়। তাই আমরা ঐক্যবদ্ধভাবে এই মনোনয়নের বিরোধিতা করছি।” এ সময় মূলঘর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শত শত নারী বিক্ষোভে অংশ নেন, যা আন্দোলনের প্রতি তাদের ব্যাপক সমর্থন ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়।

বিষয়